Loading...
  1. প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ইতিহাস

প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ইতিহাস


ঠাকুরগাঁও জেলার সদর উপজেলাধীন সালন্দর উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। সালন্দরের জনহিতৈষী দুরদর্শী সম্পন্ন ব্যক্তি জনাব আলহাজ্ব কমরুল হুদা চৌধুরী সাহেব প্রাইমারী পাস করা শিক্ষার্থীদের অধীকতর উচ্চ শিক্ষা গ্রহনের নিমিত্তে আরাজী কৃঞ্চপুর মডেল প্রাইমারী স্কুলকে জুনিয়র হাই স্কুলে উন্নীত করার লক্ষ্যে গত ১৫/০৬/১৯৬২ তারিখ বেলা আড়াইটায় এক সাধারণ সভা আহবান করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন তৎকালীন সালন্দর ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান জনাব মোঃ দানেশ আলী সাহেব। উক্ত সভায় জনাব আলহাজ্ব কমরুল হুদা চৌধুরী সাহেবের প্রস্তাবে ও জনাব ডাঃ মোঃ হাসিরউদ্দিন সরকারের সমর্থনে এবং সর্বসম্মতিক্রমে আরাজী কৃঞ্চপুর মডেল প্রাইমারী স্কুলকে জুনিয়র হাই স্কুলে উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত সাধারণষ সভায় উপস্থিত ছিলেন:
(১) জনাব মোঃ হাফিজউদ্দিন চৌধুরী।
(২) জনাব আলহাজ্ব কমরুল হুদা চৌধুরী।
(৩) জনাব ডাঃ মোঃ হাসিরউদ্দিন সরকার।
(৪) জনাব মোঃ দানেশ আলী (চেয়ারম্যান)
(৫) বাবু দস্তরাম বর্ম্মন।
(৬) জনাব মোঃ আলীমুদ্দিন।
(৭) জনাব মোঃ হকদেল আলী মিয়া।
(৮) জনাব মোঃ কোরবান আলী।
(৯) বাবু সত্য নারায়ন সাহা।
(১০) জনাব মোঃ আলীমুদ্দিন মিয়া।
(১১) জনাব মোঃ আব্দুস সাত্তার।
(১২) বাবু সূয্য মোহন রায়।
(১৩) জনাব আলহাজ্ব খমের আলী
(১৪) জনাব মোঃ দবিরউদ্দিন
(১৫) জনাব মোঃ পজিরুদ্দিন
(১৬) জনাব মোঃ সামসুল হক
(১৭) জনাব মোঃ জাহের আলী
(১৮) জনাব মোঃ আয়াসউদ্দিন
(১৯) জনাব মোঃ নাসিরউদ্দিন
(২০) বাবু প্রহলাদ চন্দ্র সেন এবং
(২১) বাবু মহেশ চন্দ্র সেন।

গত ১৫/০৮/১৯৬২ তারিখ সকাল ১১ ঘটিকায় জনাব মোঃ দানেশ আলী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নিম্নবণিত অভিভাবকদের নিয়ে ম্যানেজিং কমিটি গঠন করা হয়।

০১। জনাব ডাঃ মোঃ হাসিরউদ্দিন সরকার(অভিভাবক সদস্য)
০২। জনাব মোঃ আব্দুস সাত্তার(অভিভাবক সদস্য)
০৩। জনাব আলহাজ্ব কমরুল হুদা চৌধুরী(অভিভাবক সদস্য)
০৪। জনাব মোঃ আলীমুদ্দিন(অভিভাবক সদস্য)
০৫। বাবু ধরণী চন্দ্র সেন(অভিভাবক সদস্য)
০৬। বাবু ক্ষিতিশ চন্দ্র রায় চৌধুরী(অভিভাবক সদস্য)
০৭। ঠাকুরগাঁও সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট(বিদ্যোৎসাহী সদস্য)
০৮। জনাব মোঃ দানেশ আলী(বিদ্যোৎসাহী সদস্য)
০৯। জনাব আরামউদ্দিন আহাম্মদ(শিক্ষক প্রতিনিধি সদস্য)
১০। বাবু অনন্ত মোহন রায়(শিক্ষক প্রতিনিধি সদস্য)

পরবতিতে জনাব মোঃ হকদেল আলী মিয়াকে দাতা ও জনাব আলহাজ্ব কমরুল হুদা চৌধুরী সাহেবকে প্রতিষ্ঠাতা হিসেবে ম্যানেজিং কমিমিটিতে অন্তভুক্ত করা হয়। গত ২২/০৮/১৯৬২ তারিখ বেলা ২ ঘটিকায় জনাব মোঃ দানেশ আলী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জনাব মোঃ আব্দুস সাত্তার সাহেবের প্রস্তাবে ও জনাব মোঃ আলীম্‌উদ্দিন সাহেবের সমথনে এবং সবসম্মতিক্রমে জনাব আলহাজ্ব কমরুল হুদা চৌধুরী সাহেবকে ম্যানেজিং কমিটির সেক্রেটারী নিবাচিত করা হয়। গত ০২/০১/১৯৬৩ তারিখ বিকেল ৩ ঘটিকায় জনাব মোঃ দানেশ আলী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জনাব আলহাজ্ব কমরুল হুদা চৌধুরী সাহেবের প্রস্তাবে ও জনাব ডাঃ মোঃ হাসিরউদ্দিন সরকার সাহেবের সমথনে এবং সবসম্মতিক্রমে জুনিয়র হাই স্কুলকে হাই স্কুলে উন্নীত করার প্রস্তাব গৃহীত হয় এবং ০১/০১/১৯৬৩ তারিখ হতে প্রথম স্বীকৃতি লাভ করে যার স্মারক নং আরবি/জিডি/৬৩/৬১ তারিখ ০৪/১২/১৯৬৩। সালন্দর উচ্চ বিদ্যালয়টি ১২নং সালন্দর ইউনিয়নের ৬ নং ওয়াডের সালন্দর মৌজার ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পশ্চিম পাশ্বে অবস্থিত। জমির জে,এল নং ১০৭ ও দাগ নং ১৮৪৫। মোট জমির পরিমান ৪ একর ৩০ শতক।

জমি দাতাগণের নামঃ
(১) জনাব আলহাজ্ব কমরুল হুদা চৌধুরী।
(২) জনাব মোঃ আলমিউদ্দিন সরকার।